Site icon Jamuna Television

লেবাননের হামলা; ইসরায়েলে জরুরি অবস্থা জারি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালোন্ত।

ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়। রোববার (২৫ আগস্ট) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালোন্ত এ ঘোষণা দেন।

জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সীমান্ত লক্ষ্য করে ছোঁড়া হয়েছে কমপক্ষে ৭০টি রকেট।

লেবানিজ গণমাধ্যম আল মায়াদিন টিভির খবর অনুসারে, ২০ মিনিটের বেশি সময় ধরে চলে এ হামলা। পাল্টা হামলা চালিয়েছে তেলআবিবও। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অভিযান চলছে বলেও জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version