Site icon Jamuna Television

বন্যায় ফেনীর সবশেষ অবস্থা

সোনাগাজী ও দাগনভূঞা ছাড়া ফেনীতে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া থেকে পানি কিছুটা নেমেছে। তবে নতুন করে আরও কয়েকটি ইউনিয়ন নিমজ্জিত হচ্ছে বলেও জানা গেছে।

আজ রোববার (২৫ আগস্ট) ফেনী জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সোনাগাজী ও দাগনভূঞার অবস্থা ভয়াবহ। এই মুহূর্তে ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজীর মানুষের ত্রাণের বেশি প্রয়োজন। তবে, বহু এলাকা থেকে জোর করে ত্রাণ ছিনিয়ে নেয়ার অভিযোগও পাওয়া গেছে।

অন্যদিকে, ফেনী শহরে কোমড় সমান পানিতে ডুবে থাকা কিছু সড়ক এখন দৃশ্যমান। সালাউদ্দিন মোড়, বারাই উত্তরা ও মহিলা ক্যাডেট কলেজ সড়কে যানবাহনও চলতে দেখা গেছে আজ। তবে, রামপুর, মাস্টার পাড়া, একাডেমি, বিরিঞ্চি, পাঠানবাড়িসহ বাকি সড়কগুলোতে এখনও পানি। এছাড়া শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সচল রয়েছে। ৯৫ শতাংশ জায়গায় নেই বিদ্যুৎ।

বর্তমান ফেনী সদর ও সোনাগাজী-দাগনভূঞাসহ ৬ লক্ষ মানুষ বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছেন। এ পর্যন্ত ৩০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যার বিষয়ে ফেনীর জেলা প্রশাসক নিহত বা নিখোঁজের নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজকের অবস্থাও আগের মতো। গাড়িতে থাকা মালামাল গাড়িতেই পঁচে যাচ্ছে।

/এমএইচ

Exit mobile version