Site icon Jamuna Television

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ

মুশফিকুর রহিমের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। জবাবে দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান। ফলোঅন এড়াতে এখনও ২৯৭ রান দরকার অতিথিদের, হাতে আছে ৯ উইকেট। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।

শুধু দ্বিতীয় দিনেরই নয়, পুরো ঢাকা টেস্টের’ই সবচেয়ে আকর্ষনীয় কিংবা ঈর্ষনীয় দৃশ্য হয়ে থাকবে মুশফিকের এই ডাবল সেঞ্চুরি। হতে পারে তাই এই মুহূর্তই ম্যাচের দিক নিশান।

দ্বিতীয় দিনে মুশফিকের ধৈর্য পরিক্ষার শুরুটা অধিনায়ক মাহমুদুল্লাকে সঙ্গে নিয়ে। নিখুত ব্যাটিংয়ে দুজনে মিলে অবলিলায় কাটিয়ে দেয় দিনের প্রথম সেশন, কোন উইকেট না হারিয়ে যোগ করেন ৬২ রান।

তবে লাঞ্চের পর কালই জারভিসের জোড়া আঘাত, মাহমুদুল্লাহ ৩৬ রানে ফিরলে ভাঙে তাদের ৭৩ রানের জুটি।

সিলেটে সর্বোচ্চ স্কোরার আরিফুল দ্রুত ফিরলে তৃতীয়বারের মতো টেস্টে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জারভিস। যা বাংলাদেশের বিপক্ষে প্রথম।

রানের গতি বাড়িয়ে মুশির যোগ্য সঙ্গি এবার মেহেদি মিরাজ। অস্টম উইকেট জুটিতে গড়েন ১৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে ৬৮ রানে অপরাজিত থাকেন মিরাজ। আর দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলে মুশফিক অপরাজিত ২১৯ রানে।

তবে বল হাতে দিনের শেষ বেলায় একটি সাফল্য বাংলাদেশের। ১৮ ওভার খেলে ২৫ রান তুলেছে জিম্বাবুয়ে।

Exit mobile version