Site icon Jamuna Television

আদালতে আসামিপক্ষের আইনজীবী না থাকলে লিগ্যাল এইড থেকে নিয়োগের নির্দেশ

আদালত বা ট্রাইবুনালে আসামিদের পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২২ আগস্ট) সুপ্রীম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা দরকার। কেউ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন তাই প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে, আসামিপক্ষের আইনজীবীরা যাতে নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই নির্দেশনাও দেয়া হয়।

/আরএইচ

Exit mobile version