Site icon Jamuna Television

বাঁহাতি স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক উইকেট সাকিবের

ফাইল ছবি।

লোকমুখে একটা প্রবাদ আছে, ‘সাকিব আল হাসান রেকর্ডের পেছনে নয়, রেকর্ড তার পেছবে ঘুরে।’ অনেকে তো সাকিবের নাম বদলে ‘রেকর্ড আল হাসান’ নামেও ডাকে। তবে তা যে খুব একটা বাড়াবাড়ি নয়, প্রতিনিয়ত তা প্রমাণ করে যাচ্ছেন সাকিব। এবারও গড়লেন আরেকটি বিরল রেকর্ড।

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে সাতশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব এখন বিশ্বের সেরা বাঁহাতি স্পিনার। ৭০৬ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।

রাওয়ালপিন্ডি টেস্টে আজ রোববার (২৫ আগস্ট) শেষ দিনের খেলা চলছে। ২৩ রানে ১ উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট।

হাসান মাহমুদ ও নাহিদ রানার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের ২৬ ও ৩২তম ওভারের শেষ বলে দুজনকে সাজঘরে ফেরান সাকিব।

শূন্য রানে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সউদ শাকিল। অপরদিকে, ওপেনার আব্দুল্লাহ শফিককে সাদমানের ক্যাচে পরিণত করেন তিনি।

আর এই উইকেটের মাধ্যমেই অনন্য এই মাইলফলক গড়লেন ‘রেকর্ড’ আল হাসান। তালিকায় তার পরে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছেন ড্যানিয়েল ভেট্টরি। তার উইকেট সংখ্যা ৭০৫টি।

/এমএইচ

Exit mobile version