Site icon Jamuna Television

ঢাবির যেসব স্থানে আজও চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্ত্যদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজ রোববার (২৫ আগস্ট) গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী-পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন।

বেশ কয়েকদিন ধরে প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে এই গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালযের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা।

এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। মানবিক এই কাজে নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। এখন পর্যন্ত ৪ কোটিরও বেশি নগদ টাকা সংগ্রহ হয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, ট্রাক সংকটের কারণে উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার পর্যাপ্ত জায়গা না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বুথ খোলা হয়েছে।

/এমএইচ

Exit mobile version