Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে মাছ চাষীকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের সিরাজদীখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছ চাষীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের পুত্র এবং পেশায় সে একজন মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানাযায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন নাসির। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, জমি সংক্রন্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের ভাই সেলিম শেখ জানান, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এটিএম

Exit mobile version