Site icon Jamuna Television

অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল সাবেক বিচারপতি মানিকের

ফাইল ছবি

আলোচিত সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ তথ্য জানিয়েছেন সিলেটের ওসমানী মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, শনিবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শামসুদ্দিন চৌধুরীকে। অস্ত্রোপচার শেষে ভর্তি আছেন হাসপাতালেই।

শনিবার (২৪ আগস্ট) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেল চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। এ সময় উত্তেজিত জনতা আদালত প্রাঙ্গণে মানিকের ওপর হামলা চালায়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান। স্বাস্থ্য পরীক্ষার সময় তার বাহ্যিক জখম ও রক্তক্ষরণ ধরা পড়ে। এরপরই হাসপাতালে নেয়া হয় তাকে।

শুক্রবার রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা রয়েছে।

/এনকে

Exit mobile version