Site icon Jamuna Television

ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করবেন মুশফিক

সেঞ্চুরির পর মুশফিকের উদযাপন

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম জয়। পাশাপাশি এই ফরম্যাটে কোনো দলকে ১০ উইকেটে হারানোর প্রথম কীর্তিও।

প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে মুশফিকুর রহিমের ১৯১ রানের কল্যাণে ও সাদমান, লিটন, মুমিনুল, মিরাজদের অর্ধশতকে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয় নাজমুল হোসেন শান্তর দল।

১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান থেমেছে ১৪৬ রানে। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। এই রান কোনো উইকেট না হারিয়ে টপকে যায় জাকির-সাদমানের ব্যাটে। ঐতিহাসিক এই জয়ের অনত্যম কৃতিত্ব মুশফিকুর রহিমের। তাইতো জয়ের পর ম্যাচসেরার পুরষ্কার উঠেছে মিস্টার ডিপেন্ডেবলের হাতে।

ম্যাচসেরার পুরষ্কারের অর্থ নিজ কাজে ব্যয় করবেন না মুশফিক। বন্যাকবলিত মানুষদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মুশফিক বলেন, আমার পুরস্কারের অর্থ দেশের বন্যাকবলিত মানুষের কল্যাণে ব্যয় করতে চাই।

/এনকে

Exit mobile version