Site icon Jamuna Television

চতুর্থ দিনের মতো রাস্তায় আনসাররা

চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। প্রেস ক্লাব, সচিবালয় ঘিরে আজ রোববার (২৫ আগস্ট) সকাল থেকেই অবস্থান নিয়েছেন তারা।

এতে বন্ধ ছিল সচিবালয়, হাইকোর্ট, প্রেসক্লাবের রাস্তা। আন্দোলনকারী আনসার সদস্যরা বলছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক ৫৪০ টাকা চুক্তিতে কাজ করেন। এছাড়া, বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন সুবিধা বরাদ্দ থাকে। আন্দোলনকারীরা এ অবস্থায় স্থায়ী নিয়োগ চান।

যদিও শনিবার (২৪ আগস্ট) আনসারদের দাবি পূরণে সাত সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটি সাত কর্মদিবসে রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

/এএম

Exit mobile version