Site icon Jamuna Television

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

ফাইল ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান নেয়া হত্যা মামলায় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ মোহসেন এ রিমান্ড আদেশ দেন। রূপগঞ্জ থানা পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করেছিল।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রোববার বিকেলে ঢাকা থেকে দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার বিরুদ্ধে ভূমিদস্যু, খুনি হাসিনার দালাল বলে স্লোগান দেয়। এ সময় তাকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ উসুক জনতা ডিম ছুঁড়ে মারে।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।রূপগঞ্জে রোমান মিয়া নামের ১০ম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে গত ২১ আগস্ট তার নামে মামলা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, রোমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এনকে

Exit mobile version