Site icon Jamuna Television

এক দফা দাবিতে সচিবালয়ের সামনে আনসাররা

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন করছে আনসার সদস্যরা। আজ রোববার (২৫ আগস্ট) সচিবালয়ের ৩ নং গেটের সামনে সকাল থেকে অবস্থান নেয় তারা।

বেতন ভাতা, অফিসারদের দুর্নীতি, বৈষম্য নিয়ে নানা অভিযোগ তাদের। চাকরি স্থায়ী না হওয়ায় এবং জাতীয়করণ না থাকায় দীর্ঘ কর্মজীবন শেষে কোনো বাড়তি সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, ৩ বছর পর ৬ মাসের রেস্টের কথা বললেও সেটা ১ বছরের বেশি হয়ে যায়। এই রেস্টের সময় কোনো বেতন ভাতা না থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় আনসার সদস্যদের।

তারা দাবি করেন, চাকরি জাতীয়করণের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান আনসার সদস্যরা।

এদিকে, বন্যার্তদের জন্য সারা বাংলাদেশের সকল আনসার সদস্যরা তাদের ১ দিনের বেতন প্রায় ৩ কোটি টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।

/এএম

Exit mobile version