Site icon Jamuna Television

৩ দিনেও খোঁজ মেলেনি মালয়েশিয়ায় সিংকহোলে পড়ে যাওয়া ভারতীয় নারীর

মালয়েশিয়ায় সড়কে হাঁটতে হাঁটতেই বিশাল এক সিংকহোলে পড়ে যান এক ভারতীয় নারী। তিনদিন ধরে উদ্ধার অভিযান চলার পর এখনও খোঁজ মেলেনি নিখোঁজ ওই নারীর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মালয়েশিয়ার পুলিশ জানায়, গত শুক্রবার কুয়ালালামপুরে ঘটেছে এই দুর্ঘটনা। সড়কের মাঝে থাকা গর্তটি প্রায় ২৬ ফুট গভীর। প্রতক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী ভারতীয় পর্যটক হাঁটছিলেন যখন, তখন হঠাৎই সড়কের একটি অংশ ধসে পড়লে সাথে সাথেই নিচে পড়ে যান তিনি। ওই নারীর সন্ধানে আশপাশের ম্যানহোলগুলো দিয়ে সুয়েজ লাইনেও চলছে উদ্ধার অভিযান।

ওই ভারতীয় নারীর নাম বিজয়া লক্ষ্মী। দুই মাস ধরে ছেলে ও স্বামীর সঙ্গে মালয়েশিয়ায় বসবাস করছিলেন তিনি এবং এক সপ্তাহের মধ্যে ভারতে ফিরে আসার কথা ছিল তার।

/এএম

Exit mobile version