Site icon Jamuna Television

বন্যার্তদের পাশে সেই পায়েল ফাউন্ডেশন

ছয় বছর আগে নির্মমভাবে খুন হওয়া সাইদুর রহমান পায়েলের নামে গড়ে তোলা ফাউন্ডেশন এবার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য ও পানি বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে খিচুড়ি, বিস্কুট ও পানি বিতরণ করা হয়। শিশুদের জন্য ছিল বিশেষ কেকের আয়োজন। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন। স্থানীয় সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরাও তাদের সহযোগিতা করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু বলেন, পায়েলকে অমানবিকভাবে হত্যা করা হয়েছিল। আমরা মানুষকে বার্তা দিতে চাই, কখনো অমানবিক হবেন না। মানবিক কাজের মধ্য দিয়েই আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই।

উল্লেখ্য, ২০১৮ সালে সাইদুর রহমান পায়েল হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড হয়েছে।

/এমএইচআর

Exit mobile version