Site icon Jamuna Television

বাস থেকে নামিয়ে ২৩ জন যাত্রীকে গুলি করে হত্যা পাকিস্তানে 

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় বাস ও ট্রাক থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অন্তত ২৩ জনকে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের বরাত দিয়ে ডন নিউজ জানায়, অস্ত্রধারীরা মুসাখাইল জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে। এরপর বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। সবার পরিচয়পত্র দেখার পর যাত্রীদের গুলি করে হত্যা করেছে। নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। 

এছাড়াও, অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে স্থানান্তর করতে শুরু করেছেন।

/এআই

Exit mobile version