Site icon Jamuna Television

চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের পরিবর্তিত শর্ত মানতে নারাজ ইসরায়েল-হামাস দুপক্ষই। তাই মিসরের কায়রোয় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো আলোচনা। খবর টাইমস অব ইসরায়েলের।

সংশ্লিষ্টরা জানিয়েছে, চুক্তিতে নতুন সংযোজনগুলো নিয়ে আপোসে রাজি নয় ইসরায়েল বা হামাস কেউই। ফিলাডেলফি ও নেতজারিম করিডোর নিয়ে সংশোধিত প্রস্তাব মেনে নেয়নি হামাস। কয়েকজন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিষয়ে আপত্তি জানায় ইসরায়েল। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় পরস্পরকে দায়ী করে হামাস-ইসরায়েল।

প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া পুরোনো প্রস্তাবের বাস্তবায়ন চায় হামাস। এতে বেনিয়ামিন নেতানিয়াহু নতুন শর্ত জুড়ে দেয়ায় তীব্র সমালোচনা করে তারা। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখনও ইতিবাচক বার্তা দিতে চাইছে বাইডেন প্রশাসন। তাদের দাবি, মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।

/এএম

Exit mobile version