Site icon Jamuna Television

প্রবাসী আয়ে সুখবর, ২৪ দিনে এলো প্রায় ১৭২ কোটি ডলার

চলতি মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৩৭২ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ মার্কিন ডলার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই ও আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায়। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে।

গত জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। আর চলতি মাসে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে।

/এমএন

Exit mobile version