Site icon Jamuna Television

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত জি এম কাদেরের

জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার (২৬ আগস্ট) দুপরে জার্মান রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে পৌঁছালে জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানান জার্মান রাষ্ট্রদূত।

জার্মান রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময় এক বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন তারা। বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কথা হয়েছে তাদের মধ্যে।

আন্তরিক আমন্ত্রণের জন্য জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানকেও ধন্যবাদ জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত।

বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা এবং জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারনুলা নুজহাত উপস্থিত ছিলেন।

/এএম

Exit mobile version