Site icon Jamuna Television

রেললাইনে ছাতা নিয়ে ঘুম, ট্রেন থামিয়ে ডেকে তুললেন চালক!

ঘুম আসলে মানুষ অনেক জায়গায়-ই ঘুমিয়ে পড়ে। তবে বিপজ্জনক জায়গায় না ঘুমানো-ই শ্রেয়। তারপর-ও প্রচণ্ড ঘুম অনেক সময় কোন বিপদ-ই মানতে চায় না। ঠিক এমন-ই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে।

প্রচণ্ড ঘুম চোখে! তাই মাথায় ছাতা দিয়ে রেললাইনে ঘুমিয়ে পড়েন এক ব্যক্তি। হঠাৎ করে চলে আসে ট্রেন। ট্রেনের শব্দে ঘুম ভাঙার চেষ্টা করেন চালক। তবে সেই ব্যক্তি ঘুম থেকে আর উঠছেন না। এমনকি প্রাণ যাওয়ার-ও ভয় নেই। রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

শেষমেশ ট্রেন থামে অঘটন ঘটার আগে! ট্রেন থেকে নেমে আসেন চালক। এরপর ঘুম ভাঙান ওই ব্যক্তির। ইতোমধ্যে, এই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

/এআই

Exit mobile version