Site icon Jamuna Television

নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দূর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ

ফাইল ছবি

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কমছে না পানি। এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছে মানুষ। তবে খাবার সংকট রয়েছে। বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকা যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। 

এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার মেঘনা নদীর বুকে জেগে থাকা ঘাসিয়ার চর, ঢাল চর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটু বা কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রকট আকার ধারণ করেছে জেলাটিতে।

/এনকে

Exit mobile version