Site icon Jamuna Television

বলিভিয়ায় দাবানলের কবলে ২০ লাখ হেক্টর জমি

ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এরইমধ্যে, পুড়ে গেছে দেশটির সান্টা ক্রুজ প্রদেশের ২০ লাখ হেক্টর জমি। মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে রিলিফওয়েব এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে শোচনীয় অবস্থা প্রদেশের পুর্বাঞ্চলের। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, অঞ্চলটিতে রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা। সেইসাথে বাতাসের তীব্রতা কঠিন করে তুলেছে আগুন নেভানোর কাজ।

ইতোমধ্যে, আগুন ছড়িয়ে পড়েছে জনবসতিতেও। বসতবাড়ি হারানোর শঙ্কায় শঙ্কিত স্থানীয়রা। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২ শতাধিক কর্মী। কিছু কিছু এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখন-ও জ্বলছে অঞ্চলটির ৩২টি এলাকা।

/এআই

Exit mobile version