Site icon Jamuna Television

আবারও স্প্যানিশ ফুটবলে ফিরলেন রদ্রিগেজ

ফাইল ছবি

কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও স্প্যানিশ ফুটবলে ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি ট্রান্সফারে লা লিগার ক্লাব রায়ো ভাইয়েকানোতে যোগ দিয়েছেন কলম্বিয়ান এই প্লেমেকার। ফলে স্পেনের রাজধানী মাদ্রিদের কোনো ক্লাবে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই তারকাকে।

এর আগে, ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছিলেন তিনি। রিয়ালের জার্সিতে ১২৫টি ম্যাচ খেলেছিলেন তারকা এই মিডফিল্ডার। মাঝে ২০১৭ থেকে ২০১৯ মেয়াদে ধারে খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। রিয়াল ছেড়ে একে একে ইংলিশ ক্লাব এভারটন, গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ও সবশেষ ব্রাজিলের ক্লাব সাও পাওলোয় খেলেন তিনি।

জাতীয় দলের হয়ে ১০৬টি ম্যাচ খেলা রদ্রিগেজ গত মাসে শেষ হওয়া কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করেন। দলকে ফাইনালে তোলার পথে একটি গোল করার পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেন তিনি। জিতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও। তবে ফাইনালে তারা ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে।

লা লিগায় প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভাইয়েকানো। লিগে পরের ম্যাচে মঙ্গলবার ভাইয়েকানো খেলবে বার্সেলোনার বিপক্ষে।

/এনকে

Exit mobile version