Site icon Jamuna Television

আল আকসা মসজিদে ইহুদিদের উপাসনা ঘর তৈরি করা হবে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

পবিত্র আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের উপাসনা ঘর (সিনাগগ) তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামির বেন গাভির। মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তামন্ত্রী ইতামির বেন গাভিরের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরব। এ ধরনের ঘোষণা উগ্র ও চরমপন্থি মনোভাবের বহিঃপ্রকাশ। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে দেশটি।

ইসরায়েলের প্রতি পবিত্র আল-আকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে। একই সাথে আল-আকসায় ভাঙচুরের ঘটনারও কড়া সমালোচনা করেছে সৌদি আরব। ধর্মীয় স্থাপনায় ভাঙচুরকে চরম অবমাননাকর ও উগ্রবাদী আচরণ আখ্যা দিয়েছে রিয়াদ। এদিকে, তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও কাতার-ও।

/এআই

Exit mobile version