Site icon Jamuna Television

ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া হবেই: ইরান

তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া হবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, প্রতিরোধ বাহিনী কিংবা ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইহুদিবাদী শাসকদের এই অপরাধ কর্মকাণ্ডের জবাব দিবেই।

আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি আরও বলেন, ইরান মিডিয়া গেম এবং উসকানির ফাঁদে পা দেবে না। কিভাবে এবং কখন এই প্রতিশোধ নেয়া হবে সেটি প্রতিরোধ বাহিনীর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হবে।

/এআই

Exit mobile version