Site icon Jamuna Television

২০১৪ ও ১৮ নির্বাচনে কমিশনারদের দায়মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রুল

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়া কেন অবৈধ নয় বলে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিট শুনানিতে রিটকারী আইনজীবী অ্যাড. শিশির মনির বলেন, যদি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কমিশনাররা যদি অবৈধ হয় তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে। আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।

সেই দায়মুক্তির আইনে বলা হয়, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে এই দুটি জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পেশ করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী।

একইসঙ্গে রিটে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধান বাতিল চাওয়া হয়।

/এএস

Exit mobile version