Site icon Jamuna Television

হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েলের

সর্বাত্মক যুদ্ধের শঙ্কার মধ্যেই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার (২৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর বিবিসির।

এমন হামলা-পাল্টা হামলায় আতঙ্কে দুই দেশের বাসিন্দারাও। পুরোদমে যুদ্ধ এড়াতে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

এর আগে, রোববার (২৫ আগস্ট) ইসরায়েলে ৩ শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। একইদিন দেশটিতে শতাধিক ফাইটার জেট দিয়ে হামলা চালায় তেল আবিব।

পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎসে জানায়, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চায় না। তবে তারা পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেবে।

/এএম

Exit mobile version