Site icon Jamuna Television

৭ দিনের রিমান্ডে ইনু

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে, আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৬ দিনের রিমান্ডে দেন আদালত।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আসামী ইনু ও মেননকে তোলা হলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড দেন। এর আগে, ছাত্র-জনতার হত্যা ষড়যন্ত্র পরিকল্পনার অংশীদার হিসেবে তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

আসামীপক্ষের আইনজীবী জানান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু কোনোভাবেই হত্যার সঙ্গে জড়িত নয়। হয়রানি করতেই মামলা দিয়ে রিমান্ডে নেয়া হয়েছে তাদের।

উল্লেখ্য, সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হন হাসানুল হক ইনু। আর গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গ্রেফতার হন রাশেদ খান মেনন। নিউমার্কেট থানার হত্যা মামলায় ৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। আদাবর থানার মামলায় তাকে গ্রেফতার দেখায় থানা পুলিশ।

/এএম

Exit mobile version