Site icon Jamuna Television

দায়িত্ব বাড়লো চার উপদেষ্টার, কমলো ইউনূসের

অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে পূর্বের দায়িত্বের সাথে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের মন্ত্রণালয়ের পাশাপাশি সালেহউদ্দিন আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, হাসান আরিফকে ভূমি মন্ত্রণালয় এবং শারমীন এস মুরশিদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে, দফতর পুনঃবণ্টনের ফলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমেছে। ড. ইউনূসের অধীনে বর্তমানে রয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এর আগে সালেহদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়য়, হাসান আরিফ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এবার নতুন করে তারা আরও মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

/আরএইচ

Exit mobile version