Site icon Jamuna Television

কুমিল্লায় বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বন্যা কবলিত বাঁধভাঙ্গা ও বুরবুড়িয়া গ্রামে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় দুর্গতদের মধ্যে শুকনো খাবার, চাল, ডাল, আলু, লবণ ও তেলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির উপস্থিতিতে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় তিনি বুরবুড়িয়া গ্রামের ভাঙ্গা বাঁধটি অতি দ্রুত মেরামতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, দেশের ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যায় জেলাগুলোর ৫৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ১২ লাখেরও বেশি পরিবার। তাছাড়া, বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। বন্যার জেলার ১০ জন মারা গেছে।

/আরএইচ

Exit mobile version