Site icon Jamuna Television

হামাসের হাতে বন্দি আরব নাগরিককে উদ্ধার ইসরায়েলি বাহিনীর

হামাসের হাতে বন্দি আরও এক জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। গাজার একটি টানেল থেকে তাকে জীবিত বের করে আনা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বুধবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও শিন বেত সিকিউরিটি সার্ভিস কমান্ডোদের যৌথ অভিযানে মিলেছে সাফল্য।

উদ্ধারকৃত ৫২ বছর বয়সী কাইদ ফারহান এলকাদি একজন বেদুইন আরব। গত বছরের ৭ অক্টোবর, ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় বন্দি করা হয়েছিল তাকে। উদ্ধারের সময় টানেলে একা পাওয়া গেছে তাকে।

বর্তমানে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে তাকে। সেখানেই সাক্ষাৎ হয়েছে পরিবারের সদস্যদের সাথে। এ পর্যন্ত এলকাদিসহ হামাসের হাতে বন্দি আটজনকে উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের অভিযানে আটক করা হয়েছিল ২৫১ জনকে। যুদ্ধবিরতির শর্তে কয়েক ধাপে শতাধিক মুক্তি পেলেও এখনও বন্দি ১০৪ জন।

/এআই

Exit mobile version