Site icon Jamuna Television

রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল হান্সি ফ্লিকের দল। শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভায়োকানো।

এই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডি-বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোপেস। ১৯ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা।

ইনিগো মার্তিনেসের শট ঠেকিয়ে দেন ভায়োকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে লামিন ইয়ামালের শটও ঠেকিয়ে দেন তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ফেরান তোরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণে ধার বাড়ে। ৬০ মিনিটে বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন পেদ্রি।

এরপর ম্যাচের ৭১ মিনিটে, ভায়োকানোর জালে বল পাঠান লেভানদোভস্কি, কিন্তু ফাউল হলে ভিএআরে গোল বাতিল করেন রেফারি। ৮২ মিনিটে ইয়ামালের পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে জয় সূচক গোল করেন দানি অলমো। ২০১৮ সালের পর এই প্রথম ভায়োকানোর মাঠে লা লিগার ম্যাচ জিতলো বার্সা।

/এআই

Exit mobile version