Site icon Jamuna Television

সার সংকট হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

সার সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (২৮ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে বিভিন্ন দেশ থেকে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ত্রিশ হাজার মেট্রিক টন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ত্রিশ হাজার মেট্রিক টন।

এছাড়া, কাতার থেকেও ত্রিশ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

/এএম

Exit mobile version