Site icon Jamuna Television

ট্রাম্পের বিরুদ্ধে যুক্ত হলো নতুন আরও একটি অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলায় যুক্ত হলো নতুন আরও একটি অভিযোগ। ২০২০ সালের নির্বাচনী ফল পাল্টে দেয়ার চেষ্টার দায়ে হওয়া মামলায় নতুন অভিযোগটি এনে চার্জগঠন হয়েছে। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম এএসবি জেইতাং নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার, দেশটির স্পেশাল কাউন্সেলের নেতৃত্বে আনা হয় নতুন সংযুক্তি। গত বছর মামলাটি করার পর ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিলো। নতুন চার্জশীটেও রয়েছে ওই বিষয়গুলো। তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক নেতা হিসেবে ট্রাম্পের পুননির্বাচিত হওয়াকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবার।

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনের জেলা আদালতে শুরু হবে নতুন অভিযোগের শুনানি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের করা মামলাটি থেকে গত ১ জুলাই দায়মুক্তি দেয়া হয়েছিলো ট্রাম্পকে।

/এআই

Exit mobile version