Site icon Jamuna Television

রাজশাহীতে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ২

রাজশাহী করেসপন্ডেন্ট:

রাজশাহীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ আগস্ট) সকালে গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুজরুকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিলন এবং একই গ্রামের নাজেমুল হকের ছেলে মনিরুল ইসলাম। নিহত মনিরুল রিকশাচালক ও রিকশার যাত্রী মিলন পেশায় মাইক্রো বাসচালক ছিলেন।

পুলিশ জানায়, রিকশাটি মহিশালবাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। রিকশাচালক মনিরুলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবির কারণে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version