Site icon Jamuna Television

অষ্টম দিনের মতো ঢাবিতে গণত্রাণ সংগ্রহ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অষ্টম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম শুরু হয়৷

আজ টিএসসি এবং জিমনেসিয়ামে একযোগে শুরু হয় ত্রাণ সংগ্রহের কাজ। ত্রাণ দিতে টিএসসি এলাকায় দেখা গেছে মানুষের ভিড়। দুর্গত এলাকার মানুষের সহযোগিতার এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকার পাশাপাশি মুন্সিগঞ্জসহ আশের জেলা থেকেও ত্রাণ সহায়তা দিতে ছুটে আসছে মানুষ। ছাত্রদের কাছে কেউ তুলে দিচ্ছেন শুকনো খাবার, কেউ নগদ টাকা।

উল্লেখ্য, গত ৭ দিনে টিএসসিতে সংগ্রহ করা হয়েছে মোট ৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ২৭৮ টাকা। দুর্গতদের সহায়তায় শিশুরাও তুলে দিচ্ছে তাদের শখের জমানো অর্থ।

/এমএইচ

Exit mobile version