Site icon Jamuna Television

ক্যারিবিয়ান লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন হেনরিখ ক্লাসেন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলবেন না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। আগামী মৌসুমে প্লেয়ার ড্রাফট থেকে তাকে সরাসরি দলে ভিড়িয়েছিলো সেন্ট লুসিয়া কিংস। তবে জরুরি পারিবারিক প্রয়োজন উল্লেখ করে এই আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার বদলি হিসেবে নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২২ সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ক্লাসেন। সেবার ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিলো ১১৮ রান। অবশ্য সেসময় এখনকার মতো ভয়ঙ্কর রূপ ছিল না তার ব্যাটে। ওই টুর্নামেন্টের পর থেকে গত দুই বছরে ৮২টি টি-টোয়েন্টি খেলে ২ হাজার ২৯৩ রান করেছেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ১৬৯। দুটি সেঞ্চুরির পাশাপাশি তুলে নিয়েছেন ১৬টি অর্ধশতক।

ক্লাসেনের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া সাইফার্ট সিপিএলে বেশ পরিচিত নাম। ২০২০ আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, এবারের সিপিএলে খেলতে পারবেন না সিকান্দার রাজাও। ইনজুরির কারণে পুরো আসর মিস করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই জানিয়েছেন তিনি।

/এমএইচআর

Exit mobile version