Site icon Jamuna Television

শ্রীলঙ্কার রাজনীতির ভবিষ্যত সুপ্রিম কোর্টে

শ্রীলঙ্কান প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলোপ ও আগাম নির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা পিটিশনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তিন বিচারপতির বেঞ্চ আজ রায় শোনাবেন।

সোমবার, মাইথ্রিপালা সিরিসেনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ১০টি রাজনৈতিক দল। তাদের অভিযোগ, সংবিধান অনুসারে সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগে আগাম নির্বাচন ডাকার এখতিয়ার নেই প্রেসিডেন্টের। একইসাথে, আইনপ্রণেতাদের সম্মতি ছাড়া পার্লামেন্ট ভেঙ্গে দেয়াও বিধিবর্হিভূত।

শুক্রবার, ৫ জানুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট। এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দেন বিরোধীরা। কিন্তু, নিজের সিদ্ধান্তকে রাজনৈতিক সংকট মোকাবেলার একমাত্র উপায় দাবি করেন, সিরিসেনা।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের সবচেয়ে ভালো ও নিরপেক্ষ সমাধান হল জনগণকে দায়িত্ব দেয়া। গণতন্ত্রকে টিকিয়ে রাখতেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছি। সাধারণ নির্বাচনের মাধ্যমেই কেবল একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব এখন।

Exit mobile version