Site icon Jamuna Television

বাংলাদেশের অগ্রগতিতে পাশে থাকবে অস্ট্রেলিয়া: জিএম কাদের

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাইকমিশনার মিসেস নারদিয়া সিম্পসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈঠক শেষে জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অস্ট্রেলিয়া পাশে থাকবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাইকমিশনারের গুলশানের বাসভবনে যান। এদিন দুপুর ১২টা ৩০ থেকে ২টা ২০ পর্যন্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা।

এসময় বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়।  আপ্যায়ন শেষে মিসেস নারদিয়া সিম্পসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাফল্য ও সুস্থতা কামনা করেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।   

/এমএইচ

Exit mobile version