Site icon Jamuna Television

অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি আশাবাদী: মির্জা ফখরুল

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করবে। আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে তারা খুব দ্রুতই দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে। এই সরকার নিয়ে বিএনপি আশাবাদী। এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এর আগে, মির্জা ফখরুলসহ দলটির তিনজন নেতা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। তবে, আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেননি তারা।

মির্জা ফখরুল বলেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। নির্বাচনের কোনও সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ অর্ন্তবর্তী সরকারই জানাবে। এ সময় সবার প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version