Site icon Jamuna Television

গাজায় পোলিও টিকা দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

গাজায় পোলিও টিকা প্রদানের জন্য তিন দিনের মানবিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।

আজ শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, গাজা উপত্যকাজুড়ে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে টিকা দেয়ার লক্ষ্যেই বন্ধ থাকবে যুদ্ধ। আগামী রোববার (১ সেপ্টেম্বর) থেকে মধ্য গাজায় টিকা দান কর্মসূচি চালু করবে জাতিসংঘ। সেদিন থেকেই শুরু হবে মানবিক এ বিরতি।

জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়, ওই তিন দিন ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৮ ঘণ্টা বন্ধ থাকবে যুদ্ধ। এ বিরতি তিন দিনের বেশিও চলতে পারে, এমনটাও জানানো হয়েছে বিবৃতিতে। তবে বিরতি কি শুধু মধ্য গাজায়ই চলবে নাকি পুরো উপত্যকায়, তা স্পষ্ট করা হয়নি।

স্থায়ীভাবে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে গত কয়েক মাস ধরেই তোড়জোড় করছে বাইডেন প্রশাসন। শিগগিরই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, বারবার এমনটা বললেও এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি মধ্যস্থতাকারীরা।

/এএম

Exit mobile version