Site icon Jamuna Television

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ৭.৫ কিলোমিটার রান

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ৭.৫ কিলোমিটার রান প্রতিযোগিতা। শুক্রবার (৩০ আগস্ট) ভোরে আল্ট্রা ক্যাম্প রানার্স আয়োজিত ইউসিআর ‘সেভেন পয়েন্ট ফাইভ কে রান’-এ অংশ নেন বিভিন্ন বয়সী ১৫০০ জন প্রতিযোগী।

এই আয়োজনের স্লোগান ‘রানিং স্ট্রং, লিভিং লংগার’ অর্থাৎ জোরে দৌড়াও, বেশি দিন বাঁচো। প্রতিযোগীদের মধ্যে ২০০ জন নারী ছিলেন।

দৌড়বিদরা বলেন, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলেরই শারীরিক ব্যায়াম ও দৌড়ের অভ্যাস করা প্রয়োজন। আয়োজকরা জানান, দেশের এই দুর্যোগ মুহুর্তে নগরবাসীর মানসিক ও শারীরিক প্রশান্তির জন্যই এমন উদ্যোগ।

দৌড় শেষে মেডেল ও পুরস্কার দেয়া হয় অংশগ্রহণকারীদের। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

/এএম

Exit mobile version