Site icon Jamuna Television

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর

ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (২৯ আগস্ট) প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন।

বক্তব্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের স্থায়ীত্ব রক্ষা করার কথাও বলেন তিনি৷ যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নয় উল্লেখ করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান বিএনপির এই নেতা৷ একইসঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন তিনি।

/এমএইচ

Exit mobile version