Site icon Jamuna Television

একযোগে ৮১ বিচারককে বদলি

প্রতীকী ছবি।

জেলা পর্যায়ের ৮১ জন বিচারককে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

/আরএইচ

Exit mobile version