Site icon Jamuna Television

পিপি পদে আইনজীবী এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিল

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে আইনজীবী এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিয়োগ আদেশটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৭ আগস্ট আইন ও বিচার বিভাগ এহসানুল হক সমাজীকে পিপি নিয়োগ দিয়ে আদেশ জারি করে। এরপরই, বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সামবেশ করে। জানায়, নিয়োগ বাতিলের দাবি।

বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত। এক-এগারোর সময়ও পিপি হিসেবে এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দায়িত্ব পালন করেছেন।

/এনকে

Exit mobile version