Site icon Jamuna Television

সুইডেনে পবিত্র কোরআন মাজিদ পোড়ানোর ঘটনায় বিচার শুরু

সুইডেনে পবিত্র কোরআন মাজিদ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে দেশটির আদালতে। ধর্মীয় গ্রন্থ পোড়ানোর ঘটনায় গত বছর দেশটিতে মুসলিমদের ক্ষোভ বাড়ে। সেই সাথে জিহাদি হামলার হুমকি-ও তৈরি হয়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সুইডিশ প্রসিকিউশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যে ঐ দুই ব্যক্তি, একটি জাতি বা জাতীয় গোষ্ঠীকে ক্ষুব্ধ করে তোলার অপরাধ করেছেন।

দেশটির রাজধানী স্টকহোমে মসজিদের বাইরে ও অন্য স্থানে চারটি আলাদা ঘটনায় জনসমক্ষে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ পুড়িয়েছেন তারা।

তবে অভিযুক্তের একজন তার আইনজীবী মার্ক সাফারিয়ানের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি কোনো অন্যায় করেননি। তার মক্কেলের বিক্ষোভ প্রদর্শনের অধিকার সুইডেনের সংবিধানের দ্বারা সংরক্ষিত।

/এআই

Exit mobile version