Site icon Jamuna Television

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ

ফাইল ছবি

ছয় দিনের রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে আদালত এই আদেশ দেন।

গত ২৫ শে আগস্ট রূপগঞ্জের স্কুল শিক্ষার্থী রোমান হত্যা মামলায় তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়। এর আগে, গত ২৪ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রূপগঞ্জে আনন্দ-মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। এ ঘটনায়, নিহতের খালা রিনা বাদি হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেসহ আসামি করে ২১ আগস্ট মামলা দায়ের করেন। সেই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়।

/আরএইচ

Exit mobile version