Site icon Jamuna Television

লর্ডসে বোথামকে ছাড়িয়ে গেলেন অ্যাটকিনসন

ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি- এই তিন ক্যাটাগরিতে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ অলরাউন্ডার অ্যাটকিনসন। তবে ইনিংসের সংখ্যা ও সময়ের দ্রুততায় তিনি ছাড়িয়ে গেছেন বিখ্যাত কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকেও।

লন্ডনের এই মাঠে এই কীর্তি গড়তে অ্যাটকিনসনের লেগেছে মোট ৪ ইনিংস। অপরদিকে স্যার ইয়ান বোথামের লেগেছিলো ২ ইনিংস বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন অ্যাটকিনসন। ইংলিশ এই পেসার আট নম্বরে নেমে ১৪ চার ও ৪ ছক্কায় খেলেন ১১৫ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস। আর এতেই পৌঁছে যান এই মাইলফলকে। টপকে যান একজন গ্রেট অলরাউন্ডারকে।

লর্ডসে এই কীর্তি গড়া ষষ্ঠ ক্রিকেটার অ্যাটকিনসন। তার আগে এই অর্জনে নাম লেখান ইংল্যান্ডের গাবি অ্যালেন, স্টুয়ার্ট ব্রড, বোথাম, ক্রিস ওকসের পাশাপাশি অস্ট্রেলিয়ার কিথ মিলার।

উল্লেখ্য, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ভিরাট কোহলির মতো গ্রেট ব্যাটসম্যানরা লর্ডসে কখনও টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। অ্যাটকিনসন সেই স্বাদ পেয়ে গেলেন এই মাঠে দ্বিতীয়বার ব্যাট হাতে নেমেই। গত মাসে লর্ডসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় এ ইংলিশ ক্রিকেটারের।

/এমএইচআর

Exit mobile version