বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক আব্দুর রব খান। তিনি বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
বুধবার (২৮ আগস্ট) ২৮ জরুরি বোর্ড মিটিং সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বর্তমান ট্রাস্টি বোর্ড। তার আগে আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয়টিতে ফেরত আসেন সাবেক ট্রাস্টিরা।
/এমএইচআর

