Site icon Jamuna Television

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নামছেন সেলিব্রিটিরা

একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বিতরণে সেলিব্রিটিদের নিয়ে চমক দেখিয়েছে আওয়ামী লীগ। এবার নির্বাচনী প্রচারণায় নামছেন রূপালী ও ছোট পর্দার সেলিব্রিটিরা।

আজ মঙ্গলবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির এক বৈঠক শেষে এ কথা জানান প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আওয়ামী লিগের প্রচারণার সঙ্গে যুক্ত হয়েছেন চিত্র নায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, অভিনেত্রী অরুনা বিশ্বাস, অভিনয় শিল্পী জাহিদ হাসান, শমী কায়সারসহ অনেকেই।’

আগামী সপ্তাহ থেকে তারা প্রচারণায় নামবেন বলেও জানান তিনি।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তিনি আমাদেরকে যে উন্নয়নের ধারা দেখিয়ে দিয়েছেন, এই ধারায় আমরা হাঁটছি। আমার মনে হয় উনি যদি আগামীতে প্রধানমন্ত্রী না হন, তবে বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবেনা।’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বিনোদন দিয়ে আসছি। আমি মনে করি আগামীতে বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা যারা নতুন ভোটার আছেন তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন। উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা কেউ চাই না দেশটা আফগানিস্তান কিংবা সোমালিয়া হয়ে যাক।”

নাট্য অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘মনের কথা সব একই । বারবার একই কথা বলার দরকার নেই। আমরা অনেক কনফিডেন্টলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই নৌকা মার্কার কারণেই। আমরা যখন দেশের বাইরে যাই তখন গর্বের সঙ্গে বলি আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। একটা মহাসড়কে আমরা যাত্রা করছি , এটার গন্তব্য যেন আরও দূরে হয় সেজন্য আমরা নৌকার সঙ্গে আছি, ইনশাল্লাহ থাকবো।’

Exit mobile version