Site icon Jamuna Television

মধ্যাহ্ন বিরতির আগে কঠিন পরীক্ষা দিলেন বাংলাদেশের বোলাররা

প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করে প্রত্যাবর্তন টেস্টে বড় কিছুর আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেটাই শেষ। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব–শান মাসুদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান শুধু প্রাথমিক ধাক্কাই সামলে ওঠেনি, রাওয়ালপিন্ডির তপ্ত রোদে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে।

মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রানরেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকরা। টেস্ট ক্যারিয়ারে দশম ফিফটি পূরণ করে ৫৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান মাসুদ। ওপেনার আইয়ুবও আছেন ফিফটির অপেক্ষায়। তিনি ব্যাট করছেন ৪৩ রান নিয়ে।

প্রথম ১০ ওভারে তিন পেসারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সবুজ উইকেটে শুরুর দিকে ভালোই সুবিধা পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে ক্রিজে থিতু হওয়ার পর তাদের স্বচ্ছন্দ্যেই সামলেছেন আইয়ুব ও মাসুদ।

দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে ৪ ওভার বল করলেও দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।

/এনকে

Exit mobile version